Khoborerchokh logo

গাজীপুরের শ্রীপুরে সরকারী জমিতে অবৈধভাবে নির্মানাধীন ঘর ভেঙ্গে দিল প্রশাসন । 212 0

Khoborerchokh logo

গাজীপুরের শ্রীপুরে সরকারী জমিতে অবৈধভাবে নির্মানাধীন ঘর ভেঙ্গে দিল প্রশাসন ।

আলমগীর কবীর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি জমিতে গড়ে ওঠা তিনটি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলাভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে অবৈধভাবে সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণের খবরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে আব্দুস সালাম ও বাচ্চু মিয়ার দুটি টিন সেড ঘর এবং সোহেল মিয়ার নির্মাণাধীন একটি পাকা বিল্ডিং ভেঙে সরকারি জমি উদ্ধার করা হয়।অভিযানের সময় অবৈধ দখলদারদের কেউ বাড়িতে না থাকায় কোনও আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।এ সময় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন।উৎসুক জনতা ঘর ভাঙ্গার সময় জমায়েত হলে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন বলেন,আগামীতে সরকারী জমিতে কেউ অবৈধভাবে ঘরবাড়ী নির্মাণ করলে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আমাদেরকে জানাবেন,সংশ্লিষ্ঠ কতৃপক্ষ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com